নকলা অসহায় সহায়তা সংস্থার পক্ষ থেকে শেরপুরের নকলা উপজেলার দুস্থ ও হতদরিদ্রদের মাঝে দুই শতাধিক শীতবস্ত্র বিতরণসহ জিপিএ-৫ প্রাপ্ত ১১ জন দরিদ্র কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
শুক্রবার (১২ জানুয়ারী) সকালে নকলার জালালপুর সাতানিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ শীতবস্ত্র বিতরণ ও সম্মননা প্রদান করা হয়।
সংস্থার সভাপতি শামীম আহমেদের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুল আলম সোহাগ ও বিশেষ অতিথি হিসেবেপৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর্জা জাহাঙ্গীর আলম বুলবুল, উপজেলা যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেল, বীরমুক্তিযোদ্ধা তপন পোদ্দার ও প্রধান শিক্ষক মুনসুর আলীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় এলাকাবাসী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।