বিপন্ন ও মানবতার পাশে দাঁড়াতে সবার সহমর্মিতা নিতে কলকাতা হয়ে সড়ক পথে দৌড়ে ঢাকায় আসেন এমেকা। ঢাকা থেকে দৌঁড়ে কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম হয়ে কক্সবাজারের কুতুপালংয়ে রোহিঙ্গা শরণার্থীদের ক্যাম্পে যাবেন তিনি। দু’টি প্রদর্শনী ফুটবল ম্যাচ আয়োজনের কথাও জানান এমেকা। ক্যারিয়ারের শুরুতে প্রিয় ক্লাব মোহামেডানে খেলেছেন। এখানে খেলেই ১৯৯৪ সালে নাইজিরিয়ার হয়ে বিশ্বকাপে সুযোগ পেয়েছিলেন এমেকা ইউজিগো।
গত ৩০ এপ্রিল সোমবার সকাল ৮টায় ঢাকা হাতিরপুলে পিকামলি সেন্টার থেকে জাতীয় প্রেস ক্লাব হয়ে রওয়ানা দিয়েছেন তিনি। গতরাতে ফেনী পৌঁছে সার্কিট হাউজে রাত্রি যাপন শেষে আজ সকাল ৭টায় কুতুপালংয়ে রোহিঙ্গা শরণার্থীদের ক্যাম্পের উদ্দ্যেশে পায়ে হেঁটে রওয়ানা দেন তিনি।