পটুয়াখালীর দশমিনায় ২৮৫পিচ ইয়াবাসহ দুইজন মদকব্যবসায়িকে আটক করেছে র্যাব-৮ এর সসদ্যরা। মঙ্গলবার (১০ জুলাই) বিশেষ অভিযান বাউফল উপজেলার মাধবপুর গ্রামের খাইরুল ইসলাম (২০) ও দেলোয়ার হোসেন (১৯) কে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে ২৮৫ পিচ ইয়াবা, ইয়াবা বিক্রির তিন হাজার টাকা, ২টি মোবাইল সেট ও ৪ টি সীম কার্ডসহ উদ্ধার করা হয়।
র্যাব-৮ সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালীর দশমিনা থানাধীন বেতাগী বাজার হতে দশমিনা থানাগামী সড়কের বেতাগী বাজারের পূর্ব পাশে কামার বাড়ীর সামনে (দরজা) পাকা রাস্তার উপর অবৈধ মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করেেছ। র্যাবের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক ও সহকারী পরিচালক মো. হাছান আলী’র নেতৃত্বে র্যাবের বিশেষ আভিযানিক দল ঘটনাস্থলে অভিযান চালায়। এসময় র্যাবের আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে তাদের ঘেরাও করে আটক করা হয়।
র্যাবের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক ও সহকারী পরিচালক মো. হাছান আলী জানান, এ ঘটনায় দশমিনা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।