মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াও এক সাথে। মাদককে নিরুৎসাহিত করতে পটুয়াখালীর কলাপাড়ায় সোমবার বিকলে অনুষ্ঠিত হলো সাইকেল স্ট্যান্ট শো। পৌর যুবলীগের সভাপতি ও কাউন্সিলর জাকি হোসেন জুকুর পৌরশহরের নতুন বাজারে এ স্ট্যান্ট শো’র আয়োজন করে। এতে ইমন, রিদম, মুবিন, নাফি, রাসেল, ফয়সাল, সাব্বির অংশগ্রহণ করে। এদের মধ্যে মুবিন ও সাব্বিরের বাড়ি বরিশাল বাকি ৫ জনের বাড়ি পটুয়াখালী। এরা সবাই শিক্ষার্থী বলে আয়োজকরা জানান। অংশগ্রহনকারীদের সাইকেল স্ট্যান্ট শো প্রদর্শণীতে উপস্থিত শিক্ষার্থী ও দর্শকদের মুগ্ধ করে তোলে।
কলাপাড়া পৌর যুবলীগের সভাপতি ও কাউন্সিলর জাকি হোসেন জুকু বলেন, মাদককে নিরুৎসাহিত করতে এ আয়োজন। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন ধরণের খেলাধূলায় মনোনিবাশ করার জন্য আমাদের এ উদ্যোগ।