নরসিংদীতে সুইড প্রতিবন্ধী ও অটিস্টিকে আক্রান্ত দরিদ্র শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে নরসিংদী জেলা প্রশাসন। সোমবার সকালে নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ সামগ্রী বিতরণ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুষমা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুল আউয়াল ও সুইড স্কুলের প্রধান শিক্ষক জসিম উদ্দীন সরকার। ঈদ সামগ্রীর মধ্যে ছিলো সেমাই, চিনি, তৈল, লবন ও সাবান সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী।