 |
ভলান্টিয়ার ফর বাংলাদেশ এমন একটি অরগানাইজেশান যা সুবিধাবঞ্চিত মানুষের সেবায় নিয়োজিত। জাগো ফাউন্ডেশন যার যাত্রা ২০১১ সালে শুরু হয়ে বর্তমান সময় পর্যন্ত এর বিভিন্ন সামাজিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। আর Volunteer for Bangladeshহলো JAAGO Foundation এর একটি ইয়ুথ উইং যেখানে বাংলাদেশের ৩৫০০০+ ভলান্টিয়ার তাদের নিরলস প্রচেষ্টার মাধ্যমে সমাজ, দেশ তথা রাষ্ট্রের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এই সংগঠনটির লক্ষ্য এসডিজি এর লক্ষ্যগুলো পূরণে সরকারকে সহায়তা করা। যা ইতোমধ্যে আমরা ভলান্টিয়ার ফর বাংলাদেশ বিভিন্ন লক্ষ্য পূরণে কাজ করতে সক্ষম হয়েছি। ২২ টি জেলায় ভলান্টিয়ার ফর বাংলাদেশের কার্যক্রম চলছে।
এরই ধারাবাহিকতায় ভলান্টিয়ার ফর বাংলাদেশ, রংপুর গত কয়েক মাসে এসডিজি এর বিভিন্ন লক্ষ্য নিয়ে কাজ করেছে এবং বর্তমানেও অব্যাহত আছে।
গত ২১ জুলাই ২০১৯ , রবিবার সকাল ১০ টায় রংপুর ভিবিডি কর্তৃক শুরু " গ্রীন সিটি প্রজেক্টের বৃক্ষরোপণ কর্মসূচী। সড়ক ও জনপদ বিভাগের সহযোগিতায় রংপুর নগরীতে এ বৃক্ষরোপন কার্যক্রম চলে। মেডিকেল মোড় থেকে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক বৃক্ষ , ভিবিডি রংপুরের ৩৫ জন ভলান্টিয়ারের একান্ত প্রচেষ্টায় রোপন করা হয়। কর্মসূচী উদ্বোধনের সময় সড়ক ও জনপদ বিভাগের একজন সরকারি কর্মকতা উপস্থিত ছিলেন এবং বৃক্ষরোপন কার্যক্রম কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে শুরু হয়ে মেডিকেল মোড়ে এসে শেষ হয়।