 |
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অসহায় দরিদ্র ৩০টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আসক ফাউন্ডেশনের সভাপতি মো. লুৎফুর রহমান। সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল আলম, আসক ফাউন্ডেশনের সিনিয়র সহ সভাপতি বিদ্যুৎ জ্যোতি চক্রবর্তী, উপজেলা সাংবাদিক ফোরাম সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, সিনিয়র সাংবাদিক অঞ্জন পুরকায়স্থ প্রমুখ। আলোচনা পরবর্তী সভায় জামালগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমানকে সভাপতি ও আব্দুল্লাহ আল মামুনকে সাধারণ সম্পাদক করে কেন্দ্র অনুমোদিত ২১ সদস্যবিশিষ্ট জামালগঞ্জ উপজেলা কমিটি ঘোষণা করা হয়।
বক্তাগণ বলেন, উপজেলার গরীব ও অসহায় মানুষের আইনী সহায়তায় আসক ফাউন্ডেশন কার্যকরী ভূমিকা রাখবে। পাশাপাশি অসহায়-দরিদ্রদের মাঝে ঈদ এবং পূজায় সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবে।