পবিত্র আশুরা উপলক্ষে প্রতিবছরের মতো এবারও চট্টগ্রাম নগরিতে জুলুস সহকারে তাজিয়া মিছিল বের করা হয়েছে।
মাওলানা আমজাদের নেতৃত্বে সদরঘাট ইমামবাড়া থেকে তাজিয়া মিছিলটি বের হয়ে নগরির নিউমার্কেট, জিপিও, কোতোয়ালি মোড় ঘুরে পুনরায় আবার সদরঘাট ইমামবাড়ায় ফিরে আসে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বেলা ১০টায় বের হওয়া জুলুসের
সামনে ও পেছনে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ছিলো।
তাজিয়া মিছিলে অংশগ্রহণকারী আশেক ভক্তরা হায় হুসাইন, হায় হুসাইন বলে আত্মনাত ও বিলাপ করতে দেখা যায়। তাদের পরনে ছিল কালো পোশাক।
তাজিয়া মিছিলে নেতৃত্বদানকারী মাওলানা আজাদ বলেন, আশুরার শিক্ষা হচ্ছে ঐক্যবদ্ধ থাকা। যতই কঠিন বিপদই আসুক না কেন অসত্যের সঙ্গে আপস করা যাবে না।
আশেক ভক্তরা শান্তিপূর্ণভাবে তাজিয়া মিছিল সম্পন্ন এবং আশুরার কর্মসূচিতে নিরাপত্তা ব্যবস্হা করায় সরকার ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।