 |
২০০২ সালে দেশজোড়া আলোড়ণ সৃষ্টিকারী গাইবান্ধার চতুর্থ শ্রেণীর ছাত্রী তৃষা হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী বখাটে মেহেদী হাসান মডার্ণ ১৪ বছর সাজা ভোগের পর আবারও ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার হয়ে ৫ দিনে রিমান্ডে।
সোমবার দুপুরে গাইবান্ধার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলাটির তদন্তকারী কর্মকর্তা এস আই নওশাদ আলী দশ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক নজরুল ইসলাম শুনানী শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
১১ সেপ্টেম্বর গাইবান্ধা শহরের এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে মডার্ণ ও তার সহযোগী সাব্বির হোসেন বাপ্পী জোর করে মটর সাইকেলে তুলে শহরের অদূরে বোয়ালীতে এক মোবাইল সার্ভিসিং এর দোকানে নিয়ে গিয়ে ধর্ষণ করে।নির্যাতিত মেয়েটির মা বাদী হয়ে সদর থানায় মামলা করলে পুলিশ ঢাকার কেরানীগঞ্জ থেকে মডার্ণকে গ্রেফতার করে সোমবার দুপুরে পুলিশ ১০ দিনের রিমান্ড চাইলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে।
প্রসঙ্গতঃ ২০০২ সালের ১৭ জুলাই গাইবান্ধা মধ্যপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী সাদিয়া সুলতানা তৃষা স্কুল থেকে বাড়ি ফেরার পথে মডার্ণ সহ তিন বখাটে তাকে ধাওয়া করে। এ সময় পুকুরে পড়ে তৃষা মারা যায়। এ ঘটনায় তারা বিচারিক আদালতে মৃত্যুদন্ড প্রাপ্ত হলেও পরে আবেদনের প্রেক্ষিতে আপীল বিভাগ ১৪ বছরের সশ্রম কারদন্ড দেন।