নোয়াখালীতে স্কুল ব্যাংকিং কার্যক্রম এগিয়ে নেওয়ার লক্ষ্যে এবি ব্যাংক লিঃ, চৌমুহনী শাখার তত্ত্ববধানে ও জেলার সকল তফসীলি ব্যাংকের সহযোগীতায় অনুষ্ঠিত হয়েছে স্কুল ব্যাংকিং কনফারেন্স-২০১৯। গত ২ নভেম্বর শনিবার সকালে নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে ৩৮টি বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস। বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন, বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের উপ-পরিচালক এস এম জোবায়ের হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবি ব্যাংকের প্রধান কার্যালয়ের রিটেল ব্যাংকিং ডিভিশনের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মিজানুর রহমান। অনুষ্ঠানের সমন্বয়ক এবি ব্যাংক চৌমুহনী শাখার ব্যবস্থাপক ইসরাফিল মজুমদার স্বাগত বক্তব্যে স্কুল ব্যাংকিংয়ের তাৎপর্য তুলে ধরেন। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদেরকে লেখাপড়ার পাশাপাশি সঞ্চয়ী মনোভাব গড়ে তোলার জন্য আহবান জানান। জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা হয় এবং কুইজ প্রতিযোগিতা ও পুরস্কারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।