 |
টঙ্গী থানা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বচনের আগামী ২০১৯-২০২১ ইং সালের নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান গতকাল সোমবার সন্ধ্যায় টঙ্গী থানা প্রেস ক্লাবের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার হাজী এস এম মনির উদ্দিন, নির্বাচন কমিশনার পলাশ প্রধান ও আবু সালেহ মুছা ।
আগামী দুই বছরের জন্য প্রেসক্লাবের সভাপতি পদে নির্বাচিত হয়েছে দৈনিক যুগান্তরের ঢাকা উত্তর প্রতিনিধি ইঞ্জি: এম এম হেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের খবর পত্রিকার টঙ্গী প্রতিনিধি মোহাম্মদ আলী ভূঁইয়া। এছাড়াও সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছে দৈনিক কালের কণ্ঠ’র টঙ্গী প্রতিনিধি মাহবুবুল আলম, সহ-সভাপতি রোমান শেখ, যুগ্ম-সম্পাদক অমল ঘোষ (সাপ্তাহিক মহানগর বার্তা), সাংগঠনিক সম্পাদক মৃণাল চৌধুরী সৈকত (জয়যাত্রা টেলিভিশন, গাজীপুর সিটি রিপোর্টার), কোষাধ্যক্ষ মো. জাকির হোসেন (এফএনএস), প্রচার ও দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার (দৈনিক করতোয়া) ও নির্বাহী সদস্য আনোয়ার হোসেন পিন্টু (সাপ্তাহিক আপনারকণ্ঠ) নির্বাচিত হয়েছেন।