সড়ক পরিবহন আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে জয়পুরহাট মোটর শ্রমিক ও মালিকদের সাথে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জয়পুরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বরে অনুষ্ঠিত কর্মশালায় জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি আনিছুর রহমান লিটনের সভাপতিত্বে বক্তৃতা করেন, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাকজয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার খান, ট্রাফিক পুলিশ পরিদর্শক জামিরুল ইসলাম, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারন সম্পাদক গোলাম হক্কানী, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রফিক প্রমূখ।
এসময় বক্তারা বলেন, সকল পরিবহনের চালক ও চালকদের সহকারীসহ সাধারন মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক আইন অবশ্যই জনকল্যাণকর। তাই সকলকে এ আইনের প্রতি সম্মান জানিয়ে আইন মেনে চলার জন্য বক্তারা সকলের প্রতি আহবান জানান।