কালাই উপজেলার পুনট বাজারের ইউনিয়ন পরিষদের গুদাম ঘরের উঠান থেকে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির ৬৪ বস্তা সরকারি চাল জব্দ করেছেন ইউএনও মো. মোবারক হোসেন। মঙ্গলবার সন্ধ্যায় ওই চালগুলো জব্দ করা হয়।
জানা গেছে, এলাকার হত দরিদ্র মানুষদের মাঝে ১০ টাকা কেজিতে বিক্রিযোগ্য সরকারি ওই চালগুলো বস্তা পাল্টিয়ে উপজেলার পুনট বাজারে বিক্রি করা হচ্ছিল। গোপন সূত্রে এ খবর পেয়ে ইউএনও মো. মোবারক হোসেন পুলিশসহ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে সরকারি ওই চালগুলো উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউএনও মো. মোবারক হোসেন জানান, ঘটনাস্থল থেকে খাদ্য বান্ধব কর্মসূচির ৬৪ বস্তা সরকারি চাল পরিত্যক্ত উদ্ধার করা হয়। পরে চালগুলো জব্দ করা হয়। এ ব্যপারে তদন্ত সাপেক্ষে দোষীদের গ্রেফতারসহ আইনগত ব্যবস্থা নেয়া হবে।