গত মঙ্গলবার শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির মেধাবীছাত্রী আন্নী আক্তার বাঁধন(১৫)-এর ঝুলন্ত লাশ তার বাড়ী থেকে উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ।
ঘটনার বিবরনে প্রকাশ গত মঙ্গলবার রাতে উক্ত আন্নী আক্তার বাঁধন রাতে খাওয়াদাওয়ার শেষে যথারীতি নিজের ঘরে ঘুমাতে যায়।পরদিন সকালে নির্ধারিত সময় ঘুম থেকে না উঠায় তার মা গিয়ে দেখে ভিতর থেকে দরজা বন্ধ।
কিছুক্ষণ পর গিয়ে দেখেন তখনো বাঁধন ঘুম থেকে উঠেনি। দেরীতেও ঘুম থেকে না উঠায় সে দরজার ফাঁক দিয়ে দেখে উড়না পেঁচিয়ে সে ঘরের আড়ার সাথে ঝুলে আছে। এতে বাড়ির লোকজন ঐ ঘরের দরজা ভেঙে প্রবেশ করে দেখে বাঁধন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। তাড়াতাড়ি থানায় খবর দিলে এসআই আব্দুল মালেক সঙ্গীয় ফোর্স নিয়ে এই লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এবিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী খান ঘটনার সততা স্বীকার করে বলেন ময়না তদন্তের জন্য তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে তার মৃত্যুর কারণ এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না