ভৈরবে বিনামূল্যে কৃষি উপকরণ সরিষা, ভুট্টা বীজ ও সার বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আজ বুধবার সকালে উপজেলা কৃষি ট্রেনিং সেন্টারের সামনে আনুষ্ঠানিকভাবে উপজেলার ৭ শতাধিক কৃষক ও কৃষাণীর মাঝে সরিষা, ভুট্টা বীজ ও সার বিতরণ করা হয়। ভৈরব উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভৈরব উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: সায়দুল্লাহ মিয়া। এসময় স্বাগত বক্তব্য রাখেন ভৈরব উপজেলা কৃষি অফিসার মো: আলম শরীফ খান।
প্রধান অতিথির বক্তব্যে ভৈরব উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: সায়দুল্লাহ মিয়া বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকার কৃষিবান্ধব সরকার। দেশের ভোজ্য তেলের চাহিদা মেটাতে সরিষা, ভুট্টার ফলন বাড়াতে প্রণোদনা হিসেবে সরকার সারাদেশে বিনামুল্যে কৃষক ও কৃষাণীর মাঝে সরিষা, ভুট্টা বীজ ও এমওপি ও ডিএপি সার করছে।