খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালীন উপস্বাস্থ্য কেন্দ্র গুলো বন্ধ করতে চেয়েছিল, কিন্তু পারে নাই। তিনি আরো বলেন আমি স্বাস্থ্য কমপ্লেক্স গুলোয় সময় পেলেই ঘুরি। অনেক ডাক্তার থাকেন না। তাদের বলি আপনার আরো সচেতন হোন।
মুন্সিগঞ্জে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় ২০১৮-২০১৯ অর্থ বছরের উপকারভোগী মা ও শিশুদের স্বাস্থ্য পরীক্ষা, হেলথ্ ক্যাম্প ও চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে ও মীরকাদিম পৌরসভা সহায়তায় আজ শুক্রবার বিকেলে পৌরসভা মাঠে অনুষ্ঠানে আরো অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক বদরুননেছা, অতিরিক্ত সচিব আনোয়ারা বেগম, জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান।
জেলা প্রশাসক মো.মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো.মোস্তাফিজুর রহমান, মীরকাদিম পৌরসভার মেয়র শহিদুল ইসলাম শাহীন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা... সহ আরো অনেকে। এ সময় ১১০ জন মায়ের হাতে প্রধান অতিথি চেক তুলেদেন। এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত এক হাজার জন মা ও শিশুর স্বাস্থ্য পরীক্ষা করা হয়।