 |
ভৈরবে মাদরাসাছাত্রীকে ধর্ষণ মামলায় অভিযুক্ত পলাতক আসামী ইমন মিয়াকে (২২ ) গ্রেফতার করেছে ভৈরব থানা পুলিশ। গতকাল রবিবার রাতে ভৈরব রেলওয়ে স্টেশন এলাকা থেকে ইমন মিয়াকে গ্রেফতার করার পর তাকে আজ সোমবার দুপুরে কিশোরগঞ্জ জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভৈরবপুর নাটাল টোলপ¬াজা এলাকার ভুক্তভোগী ওই মাদরাসাছাত্রীর সঙ্গে ভৈরবের পঞ্চবটি এলাকার রনির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে ওই সম্পর্কের জেরে রনি তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ৬ জুন রাত সাড়ে ১০টার দিকে শহরের কাশফুল কিন্ডার গার্টেন স্কুলের একটি রুমে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করার পর অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ধর্ষণের শিকার ওই ছাত্রীর ডাক-চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে মুমূর্ষু অবস্থায় ওই ছাত্রীকে হাসপাতালে ভর্তি কারায়। ঘটনার পরদিন গত ৭ জুন ছাত্রীর মা বাদী হয়ে অভিযুক্ত রনিকে প্রধান আসামি করে চারজনের নাম উলে¬খ্য করে ভৈরব থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মাসুদুর রহমান জানান, ‘মেডিকেল রিপোর্টে একাধিক ব্যক্তি পালাক্রমে ওই ছাত্রীকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। এছাড়া ধর্ষণের ঘটনায় ইমন জড়িত বলেও তদন্তে প্রমাণ পাওয়া গেছে বলে জানান তিনি।