জয়পুরহাটের পাঁচবিবিতে বিএনপি’র পক্ষ থেকে ৬০০ অসহায় পরিবারের মাঝে গোস্ত বিতরণ করা হয়।
সাবেক প্রধানমন্ত্রি খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিশিষ্ট ব্যবসায়ী শাহ কামাল রাসেল ঈদের পর দিন রবিবার উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌর এলাকার বিভিন্ন স্থানে কোরবানীর ৫টি গরুর গোস্ত বিতরণ করেন। গোস্ত বিতরণ কালে বক্তব্য রাখেন থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আটাপুর ইউপি চেয়ারম্যান আ,স,ম সামছুল আরেফিন চৌধুরী আবু, বাগজানা ইউনিয়ন বিএনপির সভাপতি ইউপি চেয়ারম্যান নাজমুল হক, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন, থানা স্বেচ্ছা সেবক দলের সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক প্রভাষক সামছুল হুদা দুলাল প্রমুখ।