শনিবার রাত এগারটায় পুলিশের অভিযানে বরগুনার সদর রোড পশ্চিম বরগুনা থেকে আটক করা হয়েছে মাদক ব্যবসায়ী নিপু রায়, অভি তালুকদার , মাহবুবকে। আটকের সময় তাদের কাছে রক্ষিত মাদকদ্রব্যগুলো গিলে ফেলেছে বলে জানিয়েছে বরগুনা থানা পুলিশ। তারা ইতিপূর্বেও বহুবার মাদক সহ আটক হয়েছে । হাসপাতালে ডোভ টেষ্টের পরে তাদের বিরুদ্ধে মামলা হবে বলে জানিয়েছেন বরগুনা থানার অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম। ওসি আরও জানান, অভির বিরুদ্ধে ২১ টি নিপুর বিরুদ্ধে ৩ টি সহ প্রায় ৩০ টি মামলার সন্ধান পাওয়া গেছে। এ ছাড়াও সন্ত্রাস চাদাবাজী সহ অনেক সাধারন ডায়েরী রয়েছে অভি তালকদারের বিরুদ্ধে।