রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আলমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে মেহেরপুর -কুষ্টিয়া সড়কে গাঁজাসহ একজন নারী ও একজন পুরুষ কে আটক করা হয়।
মাদক ব্যবসায়ী বিপ্লব হোসেন (৩৬) ও মোছাঃ মিনা খাতুন (৩৫) আটক করেছে পুলিশ।
মেহেরপুর সদর আলমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে মেহেরপুর টু কুষ্টিয়া সড়কের উপর ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন গাংনী উপজেলার বেতবাড়ীয়া পশ্চিমপাড়ার পিতা-মৃত রহিম বক্সের ছেলে বিপ্লব হোসেন এবং কুষ্টিয়া মিরপুর থানার বহরবাড়ীয়া ইউনিয়নের খাড়ারা গ্রামের মৃত লিটন পারামানিকের স্ত্রী মিনা খাতুন।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মেহেরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ শাহ দারা খান জানান, মেহেরপুরকে মাদক মুক্ত করার লক্ষ্যে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর থেকে কুষ্টিয়ায় গাঁজা পাচার হবে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজনকে আটক করি। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে। মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ শাহ দারা খানের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ রফিকুল ইসলাম, সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন।