 |
হাজার দ্বীপে খুঁজেছি তোমায়,
সময়ের রথে চড়ে।
তৃষ্ণার্ত মন, ক্ষুধার্ত দেহ নিয়ে,
শতাব্দীর পর শতাব্দী ধরে।
সময়ের পিছে ফিরে যেতে যেতে,
পেয়েছি তোমায় আমি এভালন দ্বীপে।
যেখানে কুঞ্জনের শব্দে প্রভাত হত,
ভোরের স্নিগ্ধ হাওয়ায় ঝরে পড়তো,
ম্যাপল পাতার কুঁড়ি।
যেখানে গির্জার ঘণ্টা বন্ধ হলে,
তারাদের ঝিকিমিকি আলোর বিচ্ছুরণে,
পৃথিবীতে নেমে আসত পরী।
গোলাপের সৌরভে পরীদের শান্তির বার্তায়,
তোমার দেহ-মন শান্ত হলেও,
তুমি যে ছিলে বড় একা।
মধ্য গগনে চাঁদের মত।
তাই ম্যাপল পাতার মালা নিয়ে,
বসে আছো অনন্ত কাল ধরে,
আমারই প্রতীক্ষায় রত।
হাজার বছর আগে আপেলের স্বর্গরাজ্যে,
তুষারের আবৃত কাচের ঘরে,
ছিল তোমার বসবাস।
সোনালী চুলের সুদর্শন যুবক ছিলে তুমি ;
সূর্যের ত্যাজ আর ন্যায়ের তলোয়ার দিয়ে,
করেছিলে তুমি হাজারো ড্রাগনের বিনাশ।
সময়ের রথে চড়ে তোমারই জন্য,
সেখানে গেলাম আমি।
পাখিদের সানাইয়ের সুর, গির্জার ঘন্টার শব্দে,
ম্যাপল পাতার মালা দিয়ে,
বরণ করেছো আমারে তুমি।
নীল সাগরের তীরে রাতের গভীরতায়,
মিটিমিটি তারাদের আলোতে,
মিতালী হলো তোমাতে আমাতে।
ফেনিল ঢেউ আর দিগন্ত সীমার সাথে;
যখন মিলন হল সারা।
একে একে নিভে গেল মিটিমিটি তারা।
ভেঙে গেল পাখিদের মেলা।
তখন চাঁদ চলে গেল তার আপন কক্ষে।
আমি ফিরে এলাম তৃপ্ত মন নিয়ে,
শূন্যতা নিয়ে বেঁচে থাকা ;
আমারই আপন বক্ষে।
ফিরিবার পথে ভোরের ঝিরিঝিরি হাওয়া,
সুধালো আমারে,খুঁজো তুমি কারে?
কোথায় পেলে তারে?
আমি বললাম, "খুঁজি আমি
পৌরাণিক কাহিনীর রাজা আর্থার কে।"
যে বাস করে আমার কল্পনাতে।
খুঁজে পেয়েছি তারে আমি;
আমার মনের এভালন দ্বীপে।

- সামসাদ ফেরদৌসী