বেতাগী পৌরসভার আসন্ন নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন বাছাই আজ বরগুনা জেলা নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অনুষ্টিত হয়। সকাল ১১টা থেকে বেলা ৩ টা ১৫ মিনিট পর্যন্ত বাছাই কার্যক্রমে করেন জেলা নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার হাওলাদার।
বাছাইয়ে আওয়ামীলীগের বিদ্রোহী মেয়র প্রার্থী মাহমুদুল হাসান মহসিনের মনোনয়নপত্র এবং হলফনামায় সাক্ষরের তারিখ ভিন্ন হবার কারনে অবৈধ ঘোষনা করা হয়। এছাড়া সংরক্ষিত মহিলা আসনে সকল প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়। সাধারন কাউন্সিলর পদে ৫(পাঁচ) জনের মনোনয়ন পত্র বাছাইয়ে অবৈধ ঘোষনা করা হয়।
মনোনয়নপত্র বাছাই শেষে বিএনপির প্রার্থী হুমাউন কবির মল্লিক বরগুনা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাতে অভিযোগ করেন,বেতাগী উপজেলা নির্বাচন কর্মকর্তা আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থীর আপন ছোট ভাইর আপন শ্বশুর। নির্বাচনী কার্যক্রমে তিনি নিরপেক্ষ দায়িত্ব পালন করতে পারবেন না উল্লেখ করে বিএনপির মেয়র প্রার্থী বলেন, তাকে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি না দিলে কারচুপি করে আওয়ামীলীগ প্রার্থীকে বিজয়ের চেষ্টা করবেন। নির্বাচন কর্মকর্তাদের কাজী শহীদুল ইসলামকে নির্বাচনের দায়িত্ব থেকে বিরত রাখার দাবী জানান বিএনপির প্রার্থী। বিএনপির মেয়ার প্রার্থী অভিযোগ, ইতোমধ্যে আওয়ামীলীগ মেয়র প্রার্থী তার প্রচার- প্রচারনায় অংশ গ্রহনকারীদের পিছনে অনুচর লাগিয়ে দিয়েছেন,তার কর্মীদের তালিকা সংগ্রহ করে কেন্দ্র এজেন্টদের চিহ্নিত করা হচ্ছে। তিনি জানতে চান এসকল কার্যক্রম কিসের আলামত। হুমাউন কবির বলেন,প্রশাসন এবং গণমাধ্যম যদি নিরপেক্ষ নির্বাচনে আন্তরিক হয়, তাহলে ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন।
সৌজন্য সাক্ষাতকারের সময় আরও উপস্হিত ছিলেন,জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, সালেহ ফারুক,সাংগঠনিক সম্পাদক হুমাউন হাসান শাহিন,জেলা যুবদল সভাপতি জাহিদ মোল্লা,বেতাগী উপজেলা বিএনপির আহবায়ক জলিলুর রহমান নান্না খান,জেলা ছাত্রদল সভাপতি ফয়জুল মালিক সজীব,যুগ্ম আহবায়ক, জাকির হোসেন,বেতাগী পৌর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান সহ জেলা বিএনপি, ছাত্রদল, বেতাগী উপজেলা বিএনপি ও যুবদল,ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।