টানা সাড়ে ৩ মাস বন্ধের পর আজ শনিবার থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি পুনরায় শুরু হয়েছে। ভারতের ইন্দোর থেকে পেঁয়াজ বোঝায় ডই-২৩/অ৭৫৫৮ নাম্বার ট্রাক বিকেলে বন্দরের প্রবেশের মধ্য দিয়ে হিলি স্থলবন্দর দিয়ে শুরু হয় ভারতীয় পেঁয়াজ আমদানি।
গত ১ জানুয়ারী ভারত সরকারের পেঁয়াজ রফতানির নিষেধাজ্ঞা তুলে নেয়ায় বাংলাদেশে পেঁয়াজ আমদানি পুনরায় শুরু হলো।
অভ্যন্তরীন বাজারে পেঁয়াজের সংকট ও মূল্যবৃদ্ধির অজুহাত দেখিয়ে গত ১৪ সেপ্টেম্বর বাংলাদেশে পেঁয়াজ রফতানি পুরপুরি বন্ধ করে দেয় ভারত। সেই থেকে দেশে ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ থাকে।
হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানি কারক মাহফুজার রহমান বাবু জানান, পেঁয়াজ রফতানিতে ভারত সরকারের নির্দিষ্ট কোন মূল্য নির্ধারণ না থাকলেও প্রতি মেট্রিক টন পেঁয়াজ আমদানি হচ্ছে ২৫০ থেকে ২৮০ মার্কিন ডলারে। যা বাংলাদেশী টাকায় সমুদয় খরচ দিয়ে ২৭ থেকে ২৮ টাকায় আমদানি করা হচ্ছে। আর এসব পেঁয়াজ আমদানি হচ্ছে মধ্য প্রদেশ ইন্দোর থেকে।
পেঁয়াজ আমদানি পুরোদমে শুরু হলে দেশের বাজারে পেঁয়াজের দাম কমে আসবে বলে মনে করেন বন্দরের পেঁয়াজ আমদানি কারকরা।