 |
নীলফামারীতে শফিক স্মৃতি গণজাগরণ পাঠাগারের উদ্যোগে সংবর্ধনা এবং বই পাঠ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২ জানুযারি) সকালে শহরের পূর্ব কুখাপাড়া জেলখানা রোড়ে শফিক স্মৃতি গণজাগরণ পাঠাগারের নিজস্ব কার্যালয়ে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের কেন্দ্রীয় কমিটির মহাসচিব নাসিম আহমেদ।
এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও সৈয়দপুর শহরের পুরাতন বাবুপাড়াস্থ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মো. শাবাহাত আলী, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান ডলার, নীলফামারী জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়াান মো. সাইফুল ইসলাম, সৈয়দপুর গ্রন্থাগারের সহ-সভাপতি নিঘাত সুলতানা, নীলফামারী জেলা পরিষদ সদস্য শিউলি আকতার ও অপরাধ বিচিত্রা’র ক্রাইম রিপোর্টার মো. জাকির হোসেন সুজন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শফিক স্মৃতি গণজাগরণ পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদ নীলফামারী জেলা কমিটির সভাপতি মো. শফিকুল ইসলাম।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য বলেন বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদ নীলফামারী জেলা
কমিটির সাধারণ সম্পাদক মো. সামসুল ইসলাম প্রসূখ।