সেই রাজপথ দেখতে এলাম,
সেই অস্তহীন সূর্যের দেশ থেকে।
বিদ্রোহীর কণ্ঠ শুনতে চলে এলাম,
ঝাঁ চকচকে দেশ ছেড়ে।
সেই বজ্রকণ্ঠ শুনতে এলাম,
সেই তিন চন্দ্রযাত্রীর আমন্ত্রণ না রেখে।
বজ্রকণ্ঠীকে দেখতে পেলাম সকল বাঁধা পেরিয়ে।
দেশ মৃত্তিকা দূষণমুক্ত করতে এলাম,
জীবন হাতে নিয়ে।
ঘুরে এলাম জোড়াসাঁকো,
চুরুলিয়া,প্যারিসথেকে।
দিন শেষে নিজেকে প্রশ্ন করি,
এতো শিখে, এতো দেখে,
আমার কী কোন লাভ হলো?
লাভ এটাই পেলাম,
শত লক্ষ রক্তে অর্জিত আমার প্রিয় বাংলাদেশ।
## কবিতা লিখেছেন তাকরিম আলম দামিল ।তার বয়স ১০ বছর