কক্সবাজার জেলার ঈদগাঁওএ সকল প্রকার মৎস্য সরবরাহকারী ও কমিশন এজেন্ট হিসেবে তিনটি আড়ৎ এর যাত্রা শুরু হয়েছে। ১১ জানুয়ারি আলমাছিয়া গেটের পূর্ব পাশে মেইন রোড সংলগ্ন ফজল মার্কেটে আনুষ্ঠানিকভাবে এগুলো উদ্বোধন করা হয়। উদ্বোধন হওয়া প্রতিষ্ঠানসমূহ হচ্ছে ভাই ভাই আড়ৎ, শাহ আমানত আড়ৎ এবং বার আউলিয়া আড়ৎ। এগুলো উদ্বোধন করেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ শোহেল জাহান চৌধুরী, ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সভাপতি শাহনেওয়াজ চৌধুরী মিন্টু ও যুবনেতা মোঃ আযমগীর।
এ সময় উপস্থিত ছিলেন ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আব্দুল হালিম, যুবলীগ নেতা উসমান সরওয়ার ডিপো, যুবদল নেতা কামাল হোছাইন, ছাত্রলীগ নেতা আবু হেনা বিশাদ, মোঃ ইরফানুল করিম, ভাই ভাই আড়তের পরিচালক শওকত আলম (প্রকাশ ছুরত আলম), বার আউলিয়া আড়তের পরিচালক আয়ুব আলী (রুবেল), নুরুল কবির (গম ভাই) ও শাহ আমানত আড়তের পরিচালক আব্দুর রাজ্জাক রুবেল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আড়তদার, মাছ ব্যবসায়ী, পাইকারি ও খুচরা ক্রেতা-বিক্রেতা।
আড়তের অন্য পরিচালকরা জানান, এসব প্রতিষ্ঠানে প্রতিদিন ফজরের নামাজের পর থেকে সকাল ১১ টা পর্যন্ত সকল প্রকার মাছ বিক্রয় করা হবে। এ উপলক্ষে মার্কেট প্রাঙ্গনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান সোহেল চৌধুরী সহ অন্যরা। পরে ফিতা কেটে আড়ৎগুলো উদ্বোধন করা হয়।