বান্দরবানের লামা উপজেলাধীন ফাঁসিয়াখালীতে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণকারীকে অভিযোগের পর পুলিশ আলাউদ্দিন নামে এক মটর সাইকেল চালক কে গ্রেপ্তার করছে।
গত মঙ্গলবার এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় গত সোমবার সকালে নিজ বাড়ি থেকে কাজের সন্ধ্যানে কক্সবাজারের চকরিয়া যাওয়ার পথে এই কিশোরীকে রাবার বাগান নিয়ে ধর্ষন করে গ্রেপ্তারকৃত আলাউদ্দিন। রাবার বাগানের কর্মরত শ্রমিকরা এসে রক্তাক্ত অবস্থায় কিশোরীকে উদ্ধার করা। এই সময় ধর্ষণকারী আলাউদ্দিন মটর সাইকেল করে দ্রুত পালিয়ে যায়।
লামা থানা উপপরিদর্শক ও মামলা তদন্ত কর্মকর্তা আবদুস সামাদ সত্যতা স্বীকার করে বলেন কিশোরী নিজে বাদী হয়ে থানা মামলা করেছে। ধর্ষক আলাউদ্দিন কে গ্রেপ্তার পর আদালতে মাধ্যমে জেলখানা পাঠানো হয়েছে।