 |
দ্বিতীয় ধাপের পৌর নির্বাচনে শেষ মহুর্তে নাটোরের নলডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মনিজ্জামান মনিরের পক্ষে নৌকার ভোট চেয়ে উৎসব মুখর প্রচারণায় অংশ নিয়েছে জেলা, উপজেলা ও পৌর আ.লীগ এবং সহযোগী সংঠনের নেতাকর্মীরা।পাড়া মহল্লায় ঘরে ঘরে ভোট চাইছেন মেয়র প্রার্থী নৌকা প্রার্থী মনিরুজ্জামান মনির।নৌকার পক্ষে পোষ্টার, মাইকিং, সমর্থকদের দৌড়-ঝাপ সবমিলে নির্বাচনী মাঠে উৎসব মুখর প্রচারণায় দখলে রয়েছে আওয়ামীলীগের নেতাকর্মিরা।
অপর দিকে বিএনপির মনোনয়ন পেয়ে ধানের শীষ প্রতীক নিয়ে মেয়র পদে প্রার্থী হয়েছেন নলডাঙ্গা পৌর বিএনপির আহ্বায়ক আব্বাছ আলী নান্নু ।মেয়র প্রার্থী আব্বাছ আলী নান্নু ধানের শীষের পক্ষে বিএনপির মাত্র একজন কর্মী নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে খুবই ধীরগতিতে।এতে তৃণমুল বিএনপির অনেক নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
আর আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী জগ প্রতীক নিয়ে প্যানেল মেয়র সাহেব আলী নিকট আত্মীয়স্বজন নিয়ে প্রচারনা চালাচ্ছে।তিনি অবাধ সুষ্ঠু নির্বাচন হলে তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে দাবী করেছেন ।
নাটোর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা মোঃ আসলাম জানান, নির্বাচনে অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের সব ধরনের প্রস্ততি নেওয়া হয়েছে।এই প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে ভোট গ্রহন করা হবে।এ জন্য ভোটারদের জন্য বৃস্পতিবার সকাল থেকে প্রতিটি কেন্দ্রে মগ ভোটের মাধ্যমে ইভিএমে ভোট প্রদান পদ্ধতি শেখানো হবে।
বাংলাদেশের সর্ব কনিষ্ট পৌরসভার একটি নলডাঙ্গা পৌরসভা।৯টি ওর্য়াড নিয়ে পৌরসভাটি গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা ৮ হাজার ৬২৫ জন। পৌরসভায় মেয়র পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এছাড়া পৌরসভার ৯টি ওর্য়াড থেকে সাধারন কাউন্সিলর ৩৬ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।আগামী ১৬ জানুয়ারী ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে এই পৌরসভায় ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।