নাটোরের নলডাঙ্গা পৌর নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং ,সহকারী প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাদের ৩ দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকালে নলডাঙ্গা সরকারী উচ্চ বিদ্যালয় হল রুমে এ প্রশিক্ষণের আয়োজন করেন উপজেলা নির্বাচন কার্যালয়।প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।আরোও উপস্থিত ছিলেন,জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা মোঃ আসলাম,নলডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম,সহকারী রিটানিং কর্মকর্তা সাইফুল ইসলাম।প্রশিক্ষণে ৯ জন প্রিজাইডিং , ৩০ জন সহকারী প্রিজাইডিং ও ৬০ জন পোলিং অফিসার অংশ গ্রহন করেন।
আগামী ১৬ জানুয়ারী অনুষ্ঠিতব্য এই প্রথম নাটোর জেলার নলডাঙ্গা পৌর নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।এজন্য ইভিএমে ভোট গ্রহন কিভাবে সম্পন্ন হবে তা প্রশিক্ষণে হাতে কলামে প্রশিক্ষণ দেওয়া হয়।এই পৌরসভায় মোট ৮ হাজার ৬২৫ জন ভোটারা প্রথম ইভিএমে ভোট প্রদান করবে।