খুলনার পাইকগাছায় গর্ভধারণী মা`কে মরপিট ও মাথা ফাঁটিয়ে জখম করলো সন্তান। এ ঘটনায় আহতের ছেলে মাসুদ শেখকে আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে এ ঘটনাটি ঘটেছে উপজেলার উত্তর সলুয়া গ্রামে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানাগেছে, উত্তর সলুয়া গ্রামের এরশাদ শেখের ছেলে মাসুদ (৩৩)। ছেলে বৌ সাথে মা রাবেয়া (৫৫) বিভিন্ন সময় ঝগড়ায় জড়িয়ে পড়েন। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরের পর-পরই শ্বাশড়ি ও বৌমার সাথে বাক্য যুদ্ধ শুরু হয়। মাতা রাবেয়ার অভিযোগ ঘটনার দিন ঝগড়ার এক পর্যায়ে ছেলে বাড়ীতে এসে বৌমার কুপরামর্শে আমার হাতে ও মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে। পুলিশ জানিয়েছে, এরশাদ কোরআনের হাফেজ। ইন্সপেক্টর তদন্ত মোঃ আশরাফুল আলম জানান, আহত বৃদ্ধা মায়ের মৌখিক অভিযোগ পাওয়া মাত্রই ক্যাম্প পুলিশের এএসআই কামরুজ্জামান হাজরা ছেলে এরশাদ শেখকে আটক করেন। ওসি মো. এজাজ শফী বলেন, মা`কে মারপিট করে আহত করার ঘটনায় ছেলে এরশাদকে আদালতে প্রেরন করা হয়েছে।