পাবনার সাঁথিয়ার চরমপন্থী দলের নেতা আলমাসকে শনিবার দুপুরে প্রতিপক্ষরা কুপিয়ে হত্যা করেছে। সে আইন শৃংখলা বাহিনীর হাতে গত বছর আত্মসর্মাপণ করেছিল।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের তেরখাদা গ্রামের আবু হোসেনের ছেলে ও চরমপন্থী নেতা আলমাসকে শনিবার দুপুরে পাবনার ফরিদপুর উপজেলার হাদল এলাকার পারঘাট নামক স্থানে প্রতিপক্ষরা এলোপাথারীভাবে কুপিয়ে হত্যা নিশ্চিত করে চলে যায়। তার বিরুদ্ধে সাঁথিয়া ও ফরিদপুর থানায় একাধিক মামলা রয়েছে। সে চরমপন্থী দলের সক্রীয় সদস্য ছিল। থানা সূত্রে জানা যায়, আলমাস আইন শৃংখলা বাহিনীর হাতে গত বছর আত্মসমর্পণ করেছিল।
এদিকে আলমাসের হত্যার সংবাদ পেয়ে ফরিদপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পাবনা মর্গে প্রেরণ করেছে।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।