রাজধানীর কেরানীগঞ্জের পোস্তগোলা ব্রীজের ঢালে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত এক আহত এক।
নিহতের নাম মাঈন উদ্দিন মহন (৩২) আহত হয়েছেন তার বন্ধু সামস্ আরেফিন সোহেল (৩২)।
রবিবার (১৭,জানুয়ারী) সন্ধ্যায় এ দূর্ঘটনাটি ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাদের দু`জন প্রথমে স্থানীয় হাসপাতাল নেয়া হয়। সেখানে মাঈন উদ্দিন কে রাত পোনে নয় টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া। তিনি বলেন মৃতদেহ টি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা অবগত রয়েছেন।
নিহতের বন্ধু আব্দুর রাজ্জাক জানান, নিহত মঈন উদ্দিন ও সামস আরেফিন মাওয়ায় এক বন্ধুর বাসায় গিয়েছিল। সেখান থেকে মোটরসাইকেল চালিয়ে ফিরার পথে পোস্তগোলা ব্রীজের ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনার শিকার হয়। এতে মাঈন উদ্দিন ঢামেক হাসপাতালে মারা যায়। সামস্ আরেফিন কেরানীগঞ্জের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
যাত্রাবাড়ীর মাতুয়াইলে পরিবার নিয়ে থাকতেন। একটি কোম্পানিতে চাকরি করতো।