খুব ইচ্ছা করে রাতে
হঠাৎ একদিন
ফোন করে কেউ বলুক,
“ভালবাসি”......
হঠাৎ করেই ফোন করে
কেউ বলুক,
“তোমাকে দেখতে
ভীষণ ইচ্ছা
করছে”
...
প্রচণ্ড ভিড়ের মাঝে
পথ চলতে
গিয়ে কারো ডাক হঠাৎ থেমে
দাঁড়াই,
কেউ হাতটা ধরে
সামনে
এগিয়ে নিয়ে যাক..
...
হরতালের দিনগুলোতে
বাসায়
ফেরার সাথে সাথে
কারো
এসএমএস আসুক,
“পৌঁছেছ?”
...
ঝুম বৃষ্টিতে ফোন
করে কেউ বলুক,
“কি সুন্দর বৃষ্টি
দেখেছো? খুব
ইচ্ছা করছে একসাথে
বৃষ্টিতে
ভিজতে. কি আর করা,
এটা
সম্ভব না,
তাহলে এসো
একসাথে বৃষ্টি দেখি”...
...
জ্যোৎস্না রাতে কেউ
এসএমএস
করুক, “ঘুমিয়ে পড়েছ?
চাঁদটা
দেখো একবার”
...
এই কয়েকটা ছোট
ইচ্ছে রয়েছে
জীবনে! কখনো পূর্ণ
হবে কী না
জানিনা! তবুও কেন
জানি
বারবার এইরকম
ভাবতে ভালো লাগে,অসমাপ্ত ইচ্ছা আমার!!

লাবন্য জামান