রাজধানীর চকবাজার থানাধীন ঢাকেশ্বরী মন্দিরের পাশে একটি ওয়ার্কশপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুস সোবাহান (১৯) নামে মোটরসাইকেল মেকানিক্সয়ের মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকাল তিনটায় মৃত ঘোষণা করেন।
ওয়ার্কশপের মালিক মনির হোসেন জানান, ঢাকেরশ্বরী মন্দিরের বিপরীতে ওয়ার্কশপে কাজ করার সময় সোবাহান পাশের দোকান লেদের দোকান থেকে হাতুড়ি আনতে গেলে অসাবধানবশত বৈদুতিক তারের সাথে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, ৩০/৮ দেবিদাস ঘাট লেন, এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন সোবাহান। চার ভাইয়ের মধ্যে সে ছিল ছোট।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া।
তিনি বলেন ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।