রাজধানীর কামরাঙ্গীচর বেড়ীবাঁধে সড়ক দুর্ঘটনায় এক ব্যাক্তি নিহত হয়েছেন।
নিহতের পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক (৬৫) বছর। পড়নে পেন্ট সার্ট।
বুধবার (২০ জানুয়ারী) সকালে ঘটনাটি ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সকাল পোনে আটটায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া। তিনি বলেন মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় ঘাতক পিকাপ চালক মোঃ রাকিব কে আটক করা হয়েছে।
আটক রাকিব জানিয়েছেন, তিনি পিকাপ চালিয়ে যাওয়ার পথে কামরাঙ্গীচরে সেকশন বেড়িবাঁধের রাস্তায় সিটিকর্পোরেশনের একটি গাড়ী স্ব জোরে আসছে দেখে আমি থেমে যাই। সে সময় ঐ লোকটি রাস্তা পার হতে গিয়ে আমার গাড়ির সাথে মাথায় আঘাত প্রাপ্ত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে জানান।