রাজধানীর গেন্ডারিয়ার দয়াগঞ্জ মোড়ে সিটি কর্পোরেশনের ময়লার ডাম্পিং গাড়ির চাপায় মোহাম্মদ খালিদ মুন্না(৫৩) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।
তিনি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিনিয়ার টেলিফোন অপারেটর ছিলেন।
বুধবার (২০জানুয়ারি) দুপুর২টায় টায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতের ভাগ্নে মোহাম্মদ আলী জানান,দুপুরে ডেমরার বাসা থেকে মোটরসাইকেল যোগে অফিসে যাওয়ার পথে দয়াগঞ্জ মড়ে সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি পিছন থেকে চাপা দিলে গুরুতর আহত হন।
পড়ে পথচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় সালাউদ্দিন স্পেশালাইজড হাসপাতাল নিয়ে যান।
পরে সেখান থেকে সন্ধ্যা পৌনে ছয়টায়
ঢাকা মেডিকেল কলেজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সত্যতা নিশ্চিত করেন গেন্ডারিয়া থানার উপ-পরিদর্শক এসআই এনায়েত করিম তিনি জানান, দয়াগঞ্জ মোড়এ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির চাপায় গুরুতর আহত হন।পরে মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন ।
এ ঘটনায় সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি জব্দ করা হয়েছে। চালক আটক রয়েছে ।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
মৃত খালিদ ডেমরা সারুলিয়া বড় ভাঙ্গার স্থায়ী বাসিন্দা মৃত নূর মোহাম্মদের ছেলে।
দুই ছেলে দুই মেয়ের জনক ছিলেন। তিন ভাই ছয় বোনের মধ্যে সে ছিল সপ্তম।