প্রায় পাঁচ ঘন্টা বন্ধ থাকার পর শুক্রবার(২২ জানুয়ারি) সকাল সাতটা থেকে শিমুলিয়া- বাংলাবাজার রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
এর আগে ঘন কুয়াশার কারণে রাত ২ টা থেকে বন্ধ ছিল ফেরি চলাচল। বিআইডব্লিউটিসি`র শিমুলিয়া ঘাট সূত্রে এ তথ্য জানা গেছে,
রাত ২ টার দিকে কুয়াশার পরিমান বেড়ে গেলে নৌরুটের দিকনির্দেশনামূলক বাতি ঝাপসা হয়ে আসে। পরে দূর্ঘটনা এড়াতে সকল ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। শুক্রবার সকাল সাতটার দিকে কুয়াশা কমে গেলে ফেরি চলাচল শুরু করে। বিআইডব্লিউটিসি`র শিমুলিয়া ঘাটের ম্যারিন কর্মকর্তা আহমেদ আলি জানান,`রাতে কুয়াশার কারণে বন্ধ রাখা হয়েছিল। সকাল সাতটা থেকে ফেরি চলাচল শুরু করেছে।`
দুই ঘাটে প্রায় ৪ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় । কুয়াশা কমতে শুরু করলে ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় যানবাহনের চাপ কমে আসে । বর্তমানে শিমুলিয়াঘাট ও বাংলাবাজার নৌরুটে ১৭টি ফেরি চলাচল করছে।