খুলনা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে আজ সকাল ১১ টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বিপ্লবী ছাত্র মৈত্রী, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল , বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের যৌথ উদ্যেগে সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক জাহিদ সুজনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক দিলীপ রায়, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিতু সরকার, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি আরিফ মইনুদ্দিন, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাহুল বিশ্বাস , পিসিপির কেন্দ্রীয় প্রতিনিধি রিপন জ্যোতি চাকমা প্রমুখ।
সভাপতির বক্তব্যে গোলাম মোস্তফা বলেন, “খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ ফায়েক উজ্জামানকে উদ্দেশ্য বলেন, তিনি দূর্নিতিবাজ, নিয়োগবানিজ্যকারী, নারী নিপীড়ক তাকে অপসারণ করতে হবে। অধিকার আদায়ের জন্য আন্দোলন করা নাগরিকের সাংবিধানিক অধিকার। খুবি’র বর্তমান নীতিমালা অগণতান্ত্রিক ও বাক স্বাধীনতা রুদ্ধ করে, উচ্চশিক্ষার চর্চার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। ফলে এই স্বৈরাচারী নীতিমালা অতিসত্বর পরিবর্তন করতে হবে। আন্দোলনের দাবি মেনে নিয়ে দুই শিক্ষার্থী ও তিন শিক্ষকের বিরুদ্ধে শাসিতমূলক ব্যবস্থা বাতিল করতে হবে।