জয়পুরহাটে মাঘের শীতে শীতকালীন কবিতা উৎসব অনুষ্ঠিত হলো। দিন ব্যাপী জয়পুরহাট চিনিকল সরোবরের দ্বীপে মনোরম পরিবেশে শীতকালীন কবিতা ্উৎসব অনষ্ঠিত হয়। সরল রেখা প্রকাশনা সংস্থার সৌজন্যে কবিদের উত্তরীয় পরিয়ে দেয়া হয়। জয়পুরহাট লেখক ফোরাম এর সভাপতি কবি আজিজুল হক বিশ^াসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা নটরডেম কলেজের অবসর প্রাপ্ত অধ্যপক ম, নুরুন্নবী, উপস্থিত ছিলেন বিশিষ্ঠ মানবাধিকার কর্মি কবি রবিউল ইসলাম সোহেল,কবি টপি এনামুল হক,জয়পুহাট প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক ও আবৃত্তিকার আবুবকর সিদ্দিক,কবি ও গবেষক,ডা: শামিম নাজির,আহমেদ,কবি ইমরোজ ইকবাল,কবি ও লেখক সাদ আব্দুল ওয়ালসিহ কবি রওশন কবির চৌধুরীসহ, সংস্কৃতিক কর্মি , সাহিত্যিকগনের পদচারনায় অনুষ্ঠান প্রানবন্ত হয়॥
উৎসবে কবিরা স্বরচিত কবিতা পাঠ করেন ,ও অনুষ্ঠান শেষে বেশ কয়েকজন কবিদের ক্রেষ্ট দিয়ে সন্মাননা প্রদান করা হয়।অনুষ্ঠানে আমন্ত্রিত কবি, সাহিত্য প্রেমিদের মিলন মেলায় পরিনত হয়।