রাজধানীর যাত্রাবাড়ীর ধনিয়া কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় এক ব্যাক্তি নিহত হয়েছেন। নিহতের নাম অলি উল্লাহ (৫২)।
সোমবার (২৫,জানুয়ারী) বেলা বারোটা দিকে ঘটনাটি ঘটে।
সত্যতা নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আজিজ।
তিনি জানান, ধনিয়া কলেজের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে প্রান হারান তিনি। সংবাদ পেয়ে সেখান থেকে উদ্ধার করে আইনি প্রকৃয়া শেষে বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
নিহতের ভাই আব্দুল বারী বলেন, আমরা সংবাদ শুনে হাসপাতালে আসি।
কুমিল্লা জেলার তিতাস উপজেলার মৃত আব্দুল আলীর ছেলে। বর্তমানে কদমতলীর নামা শ্যামপুর জিয়া স্বরনীতে পরিবার নিয়ে থাকতেন। চার ছেলে তিন মেয়ের জনক ছিলেন। তিনি বর্তমানে কিছুই করতেন না। বাসা বাড়ি ভাড়া দিয়ে চলতেন।
ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে।