দেশসেরা স্থলবন্দর যশোরের বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন এর নতুন ডেস্ক উদ্বোধন হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি যশোরের পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম এই ডেস্ক এর শুভ উদ্বোধন করেন।
বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবিব জানান এটা একটি আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোষ্ট। এই পথে যাত্রী বৃদ্ধির কথা ভেবে ডেস্কের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।
এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর অপু সরেয়ার, ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব, শার্শা থানার ওসি মোঃ বদরুল আলম, বেনাপোল পোর্ট থানার ওসি তদন্ত রাসেল ইসলাম, ওসি অপারেশন আজিজুর রহমান ও এসআই মাসনুন।
উদ্বোধনি অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মুফতি আবু হানিফ।