 |
গাচিপা উপজেলা আওয়াম লীগের উদ্যোগে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সদস্য, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক এমপি এবং সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী আখম জাহাঙ্গীর হোসাই এর স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান সোমাবার বিকেল ৪টায় স্থানীয় পৌর মঞ্চে অনুষ্ঠিত হয়েছে। স্মরণ সভায় গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সন্তোষ কুমার দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা এডভোকেট আফজাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ কাজী আলমগীর হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, প্রয়াত নেতা আখম জাহাঙ্গীর হোসাইনের সহধর্মিণী ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মিসেস সেলিনা হোসাইন, গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. শাহীন শাহ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ¦ মজিবর রহমান এবং আখম জাহাঙ্গীর হোসাইনের পুত্র ও উপজেলা আওয়ামী লীগর তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জাওয়াদ সুজন প্রমুখ। এছাড়া আওয়ামী লীগের জেলা ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মী, সুশীল সমাজ, সংবাদকর্মী ও ব্যবসায়ীসহ বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।
গত ২৪ ডিসেম্বর নানা জটিল রোগে ভুগে তিনি বঙ্গবন্ধু মেডিকেল বিশ^বিদ্যালয়ে মৃত্যুবরণ করেন।