শীতার্ত মানুষের পাশে দাঁড়ালো কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (ইউ.কে)। তাদের মাধ্যমে কুলাউড়া পৌর শহরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের শীতার্ত মানুষের মাঝে চার শতাধিক কম্বল ও চাদর বিতরণ করা হচ্ছে। প্রধান অতিথি হিসেবে মঙ্গলবার কর্মসূচির উদ্বোধন করেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান। কুলাউড়া উপজেলা সভাকক্ষে এ উপলক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে প্রেসক্লাব কুলাউড়া`র সিনিয়র সহ-সভাপতি ময়নুল হক পবন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম ও সাধারণ সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, কুলাউড়া সাংবাদিক সমিতির সভাপতি মোক্তাদির হোসেন প্রমূখ।
আলোচনা শেষে অতিথিরা শীতার্ত অসহায় মানুষদের হাতে চাদর ও কম্বল তুলে দেন।