বরগুনার পাথরঘাটা পৌরসভা নির্বাচনে সতন্ত্র প্রাথীকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। এ সময় সংঘর্ষে পাতরঘাটা থানা ওসি হয় প্রায় অধশতাধীক ব্যক্তি আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এদের মধ্যে ওসি সহ ১০ জনকে স্থানীয় উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সদর থানা সূত্রে জানা গেছে। ভাংচুড় করা হয় অইনশৃঙ্খলা বাহিনির দুইটি গাড়ি।আওয়ামীলীগের বিদ্রহী নারিকেল গাছ প্রতীকের মেয়র প্রার্থী মোস্তাফিজুর রহমান সোহেল সহ তার সমর্থকদের উপর নৌকা প্রতিকের কর্মীদের হামলায় তিনি আহত হয়েছেন বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে।
অন্যদিকে বরগুনায় ২ কাউন্সিলর প্রার্থীর কর্মীদের মধ্য সংঘর্ষ হয়েছে । মহিলা সহ আহত হয়েছেন ৬ জন । স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের আচরন বিধি লংঘনের অভিযোগ উঠেছে। বরগুনায় ৩০ জানুয়ারীর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে আজ বেলা ১২টার দিকে ৩ নং ওয়ার্ডে ২ কাউন্সিলর প্রার্থীর কর্মীদের মধ্য সংঘর্ষে ৬জন আহত হয়েছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্হলে উপস্হিত হয়ে আহতদের হাসাপাতালে পাঠায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কাউন্সিলর প্রার্থী আল-আমিন ও খোকনের কর্মীদের মধ্য ধাওয়া পাল্টা ধাওয়ার সময় সোহরাব নামের একজন স্বতন্ত্র মেয়র প্রার্থীর পোস্টার ছিড়ে ফেললে উত্তেজনা ছড়িয়ে পরে। এসময়, সংঘর্ষে, শাহ আলম(৫৫),বিদ্যারাণী(৪৫),রেনু বালা (৩৫)বিভা রাণী (৩৩), বুলু রাণী (৩৬), সীমা (৩২) আহত হয়।বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) শহীদুল ইসলাম জানান,সংঘর্ষের সংবাদ পেয়ে ঘটনাস্হলে গিয়ে আমরা পরিস্হিতি নিয়ন্রনে এনে আহতদের চিকিৎসার জন্য পাঠিয়েছি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যাবস্হা নেয়া হবে বলে উল্লেখ করেন।
এদিকে আজ বেলা ১টায় নির্বাচনী আচরণবিধ লংঘন করে স্বতন্ত্র মেয়র প্রার্থী শাহাদাত হোসেনের শতাধিক মহিলা সমর্থক শহরে "জগ" প্রতীকের সমর্থনে মিছিল বের করে। শহরের বড়ব্রীজে ডিবি`র পুলিশ মিছিলটি প্রতিরোধের চেস্টা করলে প্রতিরোধ উপেক্ষাকরে মিছিলটি উপজেলা পরিষদ এলাকায় জগ প্রতীকের কার্যালয়ে শেষ হয়। আচরন বিধি লংঘন করে মিছিল করার বিষয় জানতে চাইলে শাহাদাত হোসেনের সমর্থকরা পাল্টা প্রশ্ন করেন,প্রকাশ্য সরাসরী পথসভায় আমাদেরকে নামতে না দেবার হুমকি দেয়া হয়েছে এটা কি আচরণবিধ লংঘন হয়নি?
আচরণবিধ লংঘনের বিষয় মেয়র প্রার্থী শাহাদাত হোসেন বলেন,আমার কর্মীরা সিন্ধান্ত ছাড়াই মিছিল করেছে,এটা ঠিক হয়নি।তবে পরিবর্তে এ ধরনের আচরণবিধ যাতে লংঘিত না হয় সতর্ক থাকতে সকলকে বলা হয়েছে।