পাথরঘাটার বিশিষ্ট স্বর্ন ব্যাবসায়ী ও নাট্য ব্যাক্তিত্ব কৃষ্ণ কান্ত কর্মকার আর নেই। আজ বুধবার বেলা ১ টা ৩০ মিঃ বার্ধক্য জনিত কারনে নিজ বাসগৃহে তার মৃত্যু হয়েছে।
পাথরঘাটার নাট্যাঙ্গনে তার যথেষ্ট ভূমিকা রয়েছে। তার পদচারনায় নাট্যাঙ্গন ওহে উঠত প্রানবন্ত। তিনি দীর্ঘদিন নিষ্ঠা ও সচ্ছতার সহিত স্বর্ন ব্যাবসায়ী সমিতির কোষাধ্যক্ষের দায়িত্ব পালন কেরন।
প্রথমে পাথরঘাটা কেন্দ্রীয় রাধা গোবিন্দ মন্দিরে তার মরদেহ ক্ষানিক্ষন রোখা হয়,পরে অন্তষ্টীক্রীয়ার জন্য কেন্দ্রীয় শ্মশানঘাটে নেয়া হয়৷
তিনি দুই ছেল, ১ মেয়ে, নাতি ও নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখেগেছেন। তার মৃত্যুতে পাথরঘাটার সর্বস্তরের জনতা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাাশ করেন। পাথরঘাটা বাজার ব্যাবস্থাপনা কমিটি বেলা ৩ টা থেকে সন্ধা ৬ ট্ পর্যন্ত দোকান বন্ধ রেখেছেন এবং স্বর্ন ব্যাবসায়ী সমিতি বেলা ৩ টা থেকে বৃহস্পতিবার ভোর ৬ টা পর্যন্ত দোকান বন্ধ ঘোষরা করেছেন। রাত ১১ টায় পাথরঘাটা কেন্দ্রীয় শ্মশানঘাটে অন্তষ্টীক্রীয়া সম্পন্ন হয়েছে