কুড়িগ্রামের চিলমারী উপজেলার বালাবাড়ীহাট গাবেরতল এলাকার ছড়ার পাড় গ্রামে মাছ ব্যবসায়ী মাজু মিয়ার পুকুরে রাতের অন্ধকারে বিষ প্রয়োগ করে প্রায় লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে দূর্বত্তরা। মাছ মারা যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে মাছ ব্যবসায়ী মাজু মিয়া। মাজু মিয়া প্রতিদিনের ন্যায় সোমবার সকালে পুকুর দেখতে যায়। পুকুর পাড়ে গিয়ে দেখতে পায় অসংখ্য মাছ মরে পানির উপর ভেসে রয়েছে। স্থানীয় ইউপি সদস্য মোঃ সাইফুর রহমান, আওয়ামী লীগ নেতা বদিউজ্জামান ও এলকাবাসী মৃত মাছ ও পানিতে বিষের গন্ধ বুঝতে পেরে দূর্বৃত্তরা এ কাজটি করে থাকতে পারে বলে তারা জানান। উপজেলা মৎস্য অফিসার মোঃ নুরুজ্জামান খান জানান, সংবাদ পেয়ে ক্ষেত্র সহকারী রোকছানা পারভিনকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। তিনি পরিদর্শন করে প্রতিবেদন দাখিল করেছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ন্যাপথলিন পুকুরের পানিতে মিশিয়ে দিয়ে অধিকাংশ মাছ মেরে ফেলা হয়েছে। কিছু পরিমাণ মাছ জীবিত রয়েছে সেগুলো অসুস্থ্য। তবে পুকুরে পর্যাপ্ত পরিমাণ পানি সেচ দিলে অসুস্থ্য মাছ গুলো ধীরে ধীরে সুস্থ্য হয়ে উঠবে।