পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারে কলকাতায় এসে বলিউড অভিনেত্রী ও সাংসদ জয়া বচ্চন বলেছেন, ‘বাংলায় আজ একনায়কত্বের বিরুদ্ধে লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লড়াইয়ে আমাদের যোগ দিয়ে মমতাকে জিতিয়ে আনতে হবে।’
আজ সোমবার বিকেলে টালিগঞ্জ আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ বিশ্বাসের পক্ষে আয়োজিত একটি রোড শোতে অংশ নেন জয়া। এর আগে তৃণমূলের রাজ্য দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে যোগ দেন তিনি। এই সময় সমাজবাদী পার্টির সাংসদ (রাজ্যসভার সদস্য) ও কলকাতার মেয়ে জয়া বলেন, ‘আমি ছবি করতে আসিনি। এসেছি বাংলার গণতন্ত্র রক্ষার আন্দোলনের প্রধান যোদ্ধা ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নিতে।’
এই সময় জয়া আরও বলেন, ‘বাংলায় আজ একনায়কত্বের বিরুদ্ধে লড়ছেন মমতা। সেই লড়াইয়ে আমাদের যোগ দিয়ে মমতাকে জিতিয়ে আনতে হবে। আমি বরাবর মমতার লড়াইকে সম্মান জানিয়ে এসেছি। আমি মনে করি, মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মুখ্যমন্ত্রী হলে পশ্চিমবঙ্গ আরও উন্নতির শিখরে পৌঁছাবে।’