সায়েদাবাদে নির্মাণাধীন ভবন থেকে মাথায় ইট পরে পথচারী এক নারি এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। তার নাম শিউলি বেগম। (৩৬)
বুধবার (৭ এপ্রিল) যাত্রাবাড়ী থানা দিন ফকির গলিতে। দুপুর সাড়ে ১২ টায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতের বোন শাহনাজ বেগম জানান, আমার বোন একটি এনজিওতে চাকরি করেন করেন। দুপুরে সমিতির টাকা কালেকশনে গিয়েছিলেন।
পরে বাসা থেকে বের হওয়া পর রাস্তায় ফকির গলিতে হেঁটে যাওয়ার পথে একটি ষষ্ঠ তালা নির্মাণাধীন ভবনের তৃতীয় তালা থেকে মাথায় ইট পড়ে গুরুতর আহত হন।
পরে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে দুপুর সোয়া একটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সত্যতা নিশ্চিত করেন ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি বলেন মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরের দেলোয়ার হোসেনের স্ত্রী। তার স্বামীর সায়েদাবাদে একটি চায়ের দোকান রয়েছে। বর্তমানে সায়েদাবাদের আর কে চৌধুরী গলিতে পরিবার নিয়ে থাকতেন।
এক ছেলের জননী ছিলেন তিনি। তিন বোন দুই ভাইয়ের মধ্যে সে ছিল তৃতীয়।