banglarchokh Logo

রাণীনগরে ধানের নায্য মূল্যের দাবিতে বিএনপি’র মানব বন্ধন

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
বাংলার চোখ
 রাণীনগরে ধানের নায্য মূল্যের দাবিতে বিএনপি’র মানব বন্ধন

ধানের নায্য মূল্যের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র নওগাঁর রাণীনগর উপজেলা শাখার আয়োজনে মানব বন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের বাসষ্ট্যান্ড নামক স্থানে ধানের মূল্য বৃদ্ধিকরণসহ ৯ দফা দাবিতে এ মানব বন্ধন করা হয়। মানব বন্ধনে বক্তব্য রাখেন, রাণীনগর উপজেলা বিএনপি’র সভাপতি এসএম আল-ফারুক জেমস, সহ সভাপতি কাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক প্রভাষক একেএম জাকির হোসেন, যুবদলের সাধারণ সম্পাদক মোজাক্কির হোসেন, সাংগঠনিক সম্পাদক ফরহাদ মন্ডল, ছাত্রদলের আহ্বায়ক শরিফ মাহমুদ সোহেল, সেচ্চাসেবক দলের নেতা বেলাল হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা মানব বন্ধনে অংশ গ্রহণ করে।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কপিরাইট © 2019 বাংলারচোখ.কম কর্তৃক সর্ব স্বত্ব ® সংরক্ষিত। Developed by eMythMakers.com