banglarchokh Logo

মেহেরপুরে ক্রিকেট খেলোয়াড়দের বাছাই পর্ব অনুষ্ঠিত

মেহেরপুর প্রতিনিধি
বাংলার চোখ
 মেহেরপুরে  ক্রিকেট খেলোয়াড়দের বাছাই পর্ব অনুষ্ঠিত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ২০১৮-১৯ ক্রিকেট মৌসুমে অনূর্ধ্ব১৪, ১৬ ও ১৮ ক্রিকেট খেলোয়াড়দের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দিনব্যাপী জেলা স্টেডিয়ামে খেলোয়াড়দের বাচাই করা হবে। বাছাই পর্বে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় প্রশিক্ষক উত্তরা কাজি ইমদাদুল বাসার রিপন, মেহেরপুর জেলার কোচ হাসানুজ্জামান হিলন।
অনূর্ধ্ব ১৪,১৬ ১৮: যে সকল খেলোয়াড়দের বয়স বা তার পরবর্তীতে জন্মগ্রহণকারী খেলোয়াড়দের  শনিবার সকাল ৯ টায় খেলার সরঞ্জামাদিসহ রিপোর্ট করে উপস্থিত ছিল। প্রত্যেক খেলোয়াড়দের তাদের  জন্ম নিবন্ধন, পি.এস.সি/জে.এস.সি এবং প্রয়োজন অনুযায়ী এস.এস.সি সার্টিফিকেট এর ফটোকপি এবং খেলোয়াড়ের ২ কপি পাসপোর্ট ও ১ কপি ষ্ট্যাম্প সাইজের ছবি জমা নেওয়া হয় । এসময় জেলার সকল উপজেলা, স্কুল, ক্লাব, ক্রিকেট একাডেমি’র বয়সভিত্তিক খেলোয়াড়রা  উপস্থিত ছিল।  

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কপিরাইট © 2020 বাংলারচোখ.কম কর্তৃক সর্ব স্বত্ব ® সংরক্ষিত। Developed by eMythMakers.com